শারমিন সুলতানা রীনা

শারমিন সুলতানা রীনা

শারমিন সুলতানা রীনার জন্ম গােপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে। মা রাহিলা বেগম। বাবা জহুরুল হক ভূইয়া। শিল্পের বহু শাখায় শারমিন সুলতানা রীনার বিচরণ। কাদামটির মতাে মােম নিয়েই শিল্প নির্মাণে ব্যাপৃত ছিলেন অনেক। দিন। আর লেখালেখিটা তাে মা রাহিলা বেগম ও বড় বােন দীলতাজ রহমানের থেকে সঞ্চারিত হয়েই ছিলাে। আর টানে। মধুমতি নদীর স্রোতধারা। গ্রামের দুঃখী মানুষের জীবন। তাকে আবেগতাড়িত করে। তাই শব্দও কখন তার হাতে। পেয়ে যায় শিল্পের মহিমা। এই দেশ, মা, মাটি তথা প্রকৃতি। তাকে ভিষণভাবে আবিষ্ট করে। দীর্ঘদিন থেকে জাতীয়। দৈনিক পত্রিকায় লিখেছেন ছড়া ও কবিতা । নিজের স্বকীয়তTয় অবস্থান করে নিয়েছেন ছড়া সাহিত্যে। ২০১১ সালে। বইমেলার জন্য লিখেছেন ‘মুজিব মানে বাংলাদেশ’ । সাহসী। কলম ২০১২ সালের বই মেলার জন্যও লিখেছেন ‘মা এক। পৃথিবী'। ব্যক্তিগত জীবনে বাঁধন, আবীর ও নাফিসার জননী এবং দৈনিক আমাদের সময় পত্রিকার বার্তাপ্রধান হুমায়ুন কবির খােকনের সহধর্মিনী ।। প্রকাশিত গ্রন্থ ভুল তােড়ায় ফুল গল্পসমগ্র (সম্পাদিত) মন্থর মেঘ কাব্যগ্রন্থ (সম্পাদিত) মুজিব মানে বাংলাদেশ (ছড়া) মা এক পৃথিবী (ছড়া)। আজবপুরের ঘটনা (ছড়া) আমার কেবল ইচ্ছে করে (ছড়া)

শারমিন সুলতানা রীনা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon